Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, বরিশাল কর্তৃক ২০১৭ সালে নিয়মিত অভিযান-৫৫২টি, মোবাইল কোর্ট অভিযান-৯১টিসহ মোট অভিযান-৬৪৩টি, নিয়মিত মামলা-৬৪টি এবং নিয়মিত মামলায় আসামী-৭১ জন, মোবাইল কোর্ট মামলা-৪৫টি ও মোবাইল কোর্ট মামলায় আসামী-৪৫জন। নিয়মিত ও মোবাইল কোর্টসহ মোট মামলা-১০৯ এবং মোট আসামী-১১৬জন। উক্ত মামলা সমূহে গাঁজা-২০.৯৫০কেজি, ফেন্সিডিল-৭২৪ বোতল, ডিনেচার্ড স্পিরিট-১২৭লি:, রেক্টিফাইড স্পিরিট-১.০৫লি:, চোলাইমদ-৪.৭৫০লি: জাওয়া-৪৮০লি:, ইয়াবা-৩৪৬পিচ, ডায়াজিপাম ট্যাব:-৩০৪পিচ, নেশাদল-৫০০গ্রাম ও ডেনড্রাইট(ড্যান্ডি)-১৬৪০এমএল উদ্ধার করা হয়েছে। অত্র কার্যালয় কর্তৃক ২০১৬-২০১৭ অর্থ বৎসরে ৪৯,৬৫,৬০০/- টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১৭ সালে অত্র জেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে মোট-১৩৯ টি গণসচেতনতামুলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিভ্ন্নি প্রচারানামূলক অনুষ্ঠানে লিফলেট বিতরণ-১০৩৩০টি, পোষ্টর-৭৪৯০টি ও ষ্টিকার-৮৯৫০টি বিতরণ এবং বিভিন্ন স্থানে মাদকবিরোধী শর্টফ্লিম প্রদর্শন-২৫টি। বরিশাল জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।